***দেখ পারিস কিনা***


কিছু মুহূর্ত ও কিছুক্ষণ
হতে পারে তা--ফুল মালা চন্দন
জোৎস্না ভেজা রাত,আঁকড়ে রাখা অভ্যাস
এঁটে এঁটে থাক উর্বর স্মতির পাতায়।


নে ভাই এবার তোর পালা
নিয়ন আলোর সোনালী তীর্থে ভরসা রাখার
দেখ কোমল বর্ষণে একটা নিশ্চিত,
নিরাপদ সুদীর্ঘকাল পাড়ি দেওয়ার---সোহাগ সরোবর খুঁড়তে পারিস কি না।
------------------------------------------


             ***এ কোন গল্প নয়***
এভাবেই ফিরে আসে বাঁচিয়ে রাখা স্নেহ ঋণ!
যখনি এলো চলে,আর কী রাখা চলে একঘেয়ে দিন?
যাক ভেসে জীর্ণ খোলস,বিলম্বিত প্রতীক্ষা প্রহর
বেঁচে থাক শতাব্দী প্রাচীন ঢেউ সহজ সরল
এ কোন গল্প নয়,স্রোতে ভেজা গান বাইশে পদার্পণ।
------------------------------------------
৮/১১/২২-অবুঝ মন -