দেখ তো এবার
-----------------------------
কে বলবে পাতা ঝরা কাল?
ঝড় জল রোদ মেখে এ পথের চলাচল
তবু দেখি অস্বীকার এতোদিন পর!


মুছে দেওয়া যেতো না কী যেটুকু আড়াল?
না থাক হৃদয়,"বনতল ফুলে ফুলে ঢাকা-----"
সমগ্ৰ সমর্পণে আজও--ভালবাসা শেষ সম্বল।


দেখ তো এবার--এ জ্বর সুগন্ধ ছড়ায় কী না?
------------------------------------
এই বলে রাখি
------------------------------
ললাটের এই যে লিখন খন্ডাতে পারে ক'জন?
হয়তো বা সে কারণে চলমান গুনকীর্তন ভজন সাধন।
যদি তাই হয়ে থাকে থাক দিকে দিকে তোড়জোড়
তমানিশা কেটে জানি ঠিক আসবে ফিরে নতুন সকাল,নতুন ভোর।
চলো লেগে পড়ি অফুরান ভরসা আর নব উদ্যমে
চাইবো কি কখনো চলমান রথ যায় যাক এখানে এভাবেই থেমে?
কখনোই না এই বলে রাখি লড়াইয়ে পথে বাঁশি বাজাতেই হবে--
------------------------------------------
-২০/৫/২৩-অবুঝ মন -