দেখো চেয়ে-১০
------------------------------
শব্দ চাষী হারিয়ে গেছে অথৈ কাজের ভিড়ে
জানি না ফিরবে কবে ভাব সাগরের তীরে?
বাঁদর গুলো গরম আঁচে করে জ্বালাতন!
কবি খোঁজে কী করে এমন হয় শকুনির মন?
সূর্যের আলো যদি মেঘ দিয়ে যেতো ঢাকা
সাগরের জোয়ারে সত্যি কী ভাসতো চাকা?


ও কাঠ ঠোকরার দল
সাদা ক্যানভাসে তাকাও না প্রতিটা পল
দেখো চেয়ে আলোকের অভিযাত্রী হয়ে ধূপ কেমনে সুগন্ধ ছড়ায়?


আসুন না গড়ে তুলি
---------------------------------------
কে বা হয়েছে সুখি আগুন লাগিয়ে?
দেখুন দেখুন কেমন দাউ দাউ করে পুড়ছে লঙ্কাপুরি?
কী জানি হনুমান হলো কেন নাম
গুপ্তচরের আছে কি অভাব?কেন বা ভাটা নেই রাবনের স্বভাবের?
হয়তো বা খোয়াই নদীর প্রদাহ ভীষণ!
থাক বেঁচে থাক সিংহ জাতক,এভাবেই যতোটা এগোনো সম্ভব
তবে আশা রাখি একদিন ঠিক মনুষ্যত্ববোধ জাগ্ৰত হবেই হবে
তখন আছলা বস্তুর আর কী হবে প্রয়োজন?
আসুন না জেনে বুঝে সবাই,মিলে মিশে একাকার হয়ে---
গড়ে তুলি আস্ত একটা পূর্ণিমার দেশ।
-----------------------------------------
১৩/১/২৩-অবুঝ মন