অনেকটাই সরে গেছে তট
চুল্লিতে জল দিলে ঠিক যেমনি হয়
তবুও নিঃশব্দে বেরিয়েছে দুমুখোর ছাপ!
যে তফাৎ আবার সবার নজরে পড়ে না
ওই তো মিশে গেছে বিলাসী মোহনায়।
এখন ঠক ঠক করা আর না করা----
যে যাওয়ার সে তো যাবেই
জলছবি ঘিরে এখনো প্রান্তিক বিন্দুতে দাঁড়িয়ে!
আরে বুদ্ধু তঞ্চকতার মানে বুঝতে এতো দেরি?
স্ব স্থানে ও তো বেশ উদোম
দেখো চেয়ে প্রতারক জিভ চেটে পুটে কি খায়?
--------------------------------------------
2/7/2022-অবুঝ মন -