দেখতে দেখতে আরো একটি বছর পার হয়ে গেলো
জীবন পুরে আরও কিছু ভরপুর স্মৃতি জমা হলো
কত অনুভব প্রতিনিয়ত খোলা আকাশের বুকে হাঁটে!
প্রশ্ন একটাই পিয়াস কী গেছে মিটে?


পথ বলতে হাঁক ডাক আর অপেক্ষা নগর
জানি না কতটুকু সুর খুঁজে পেলো নদী চর?
মুঠোয় ধরা গ্লাসটিও টুকরো হলো তীব্র বাণে!
কেমন করে এমন দাবি লুকিয়ে রাখে মনের কোণে?


থাক সে সকল হলুদ কার্ডের চোখ রাঙানি
জীবন শুধু চাইছে ছুঁতে কোমল সুরের অভয় বানী
এখন আমি তৈরি আছি হারিয়ে যেতে সরল স্রোতে
দেখো যদি ঝর্ণা হয়ে ভাসতে পারো মন রথে।
------------------------------------------
১/১/২৩-অবুঝ মন-