দেখো পারো কি না?
----------------------------------
না কোনো কুন্তল কেশ
না কোনো আলুথালু বেশ
জ্বলজ্বলে প্রদীপের আভা।
নয়নাভিরাম চকিত চাহনি
"ওগো কাজোল নয়না হরিণী"
যেনো অপরূপা মনোলোভা!
কপোলে কৃষ্ণকায় টিপ
পলকেই বুক ঢিপ ঢিপ
'চম্পা চামেলী গোলাপেরই বাগে'।
অন্তরে দোলা দিতে ঝিরিঝিরি সুর ঝরে
একবার এসো ফিরে মনেরই দুয়ারে
হাত রেখে হাতে কথা রাখো সন্ধারাগে।
-------------------------------------
          ।।তুমি এলে না।।
------------------------------------------
দেখছি অবাক সাঁতার কল্প চোখে
এসেছে তুফান ঝড় পাখনা মেলে
কতো না ঢেউয়ের নাচন উঠেছে ভেসে!


সবটাই চেয়ে চেয়ে দেখলাম
গল্পের গরুকে গাছে চড়াতে গিয়ে যেমন হয় আর কী
টুপ টুপ করে ডুবছি নোনা জলের প্রতিটি কোণায়
পাহাড়ের চূড়া থেকে একেবারে গভীর খাদ
কোনো কিছুই গেলো না বাদ
শুধু তুমি এলে না!
--------------------------------------------
               -২৮/৮/২০২১-