খোঁজ খবরের ইতিহাসে যেটুকু প্রকাশ--
তাহলে ঠিক আছে,এই যে মায়াবী আলোর ঘোর
ঢেউ সাগরে ভেসে ওঠা প্রেমের অমরাবতী নগর
এর পর আর যাই হোক,কু ঝিক ঝিক তো নয়
না হয় এভাবেই কেটে যাবে সহস্র রাত
তবুও তো পাওয়া গেল ক্ষণিকের বৃষ্টির ছাঁট
জানি ক্ষতের দাগ কেমনে বয়ে চলে নিরক্ষরেখা বরাবর
দেখো পারো কী না বুকের অন্তঃক্ষরা নদীটিকে শান্ত রাখতে?
----------------------------------------
৮/১০/২৩-অবুঝ মন -