দেখো ঠিক কি না?
              কলমে: অবুঝ মন


মেঘের মিনারে বসে সাঁতার কাটা এতোই যদি সোজা হতো
শয়ে শয়ে শোভন পার্থ--কাতারে কাতারে ভিড় জমাতো।


আলপথে হেঁটে যদি সহজ হতো ডুব সাঁতার
প্রশ্ন কি আসতো ধেয়ে--সখি তুমি কার?


যে সমুদ্র আপন তরঙ্গ দোলে বয়ে চলে নিরবধি
সেখানে দেখেছো কি--কাউকে সহজে হতে বিবাদী?


বলিরেখায় হেঁটে চলা নয় কি দূর্বার ?
চেয়ে দেখো কিনারে লুকিয়ে রয়েছে যে অজস্র কাঁটাতার।


বলতে পারো অবুঝ দ্বীপে নোঙর ফেলে ক'জন?
যে জন জড়ায় এমন তারে সেই তো আপন জন।
         -------------------------
                    -অবুঝ মন-