কেমন আছো--কোথায় আছো--
শরীর ঠিক আছে?
বর্ণমালার ক্রমানুযায়ী সাজানো --
শব্দমালার চির শাশ্বত সুরধ্বনি সুর,
আসলে যা জানার জিজ্ঞাসায়
কেমন আছি উত্তরের প্রতীক্ষা
ক্ষণিক সময়ের জন্য
বুকের উপর আছড়ে পড়ে।
বুঝতে পারি--অনুভবের পর্দার
আড়ালে কত কিছু হয়
ফুটে ওঠে,নির্জনতার চাদরে জড়ানো প্রতিশ্রুতির--
মধুমাখা রামধনু সোনালী বিকেল
দিনের আলোর মাঝে আজও, যা চির অম্লান
চুপ কথা হয়ে রয়েছে বেঁচে।
--------------------------------------------
৮/১১/১৯--অবুঝ মন--