মন আর বাহিরে তফাৎ টা ছিলো বেশ
ঝরঝরে পলকে খেলা খেলা সেই রেশ
এক খেল খেললো দাবিদার হতে চেয়ে
এ কী সেই ফুলকা ফুটফুটে ও মেয়ে?
দরদাম বুঝে নিতে নাটকের শুটিংয়ে!
পেলো দাম বেঁধে কষে জোরদার হাঁকিয়ে।


ভেবে নিলো ও চাঁদ ডুবে যাবে হতাশায়
জানলো না শূন্যের কারিগর
আজীবন লড়াই টা লড়ছে এ মাঠে!
হয়তো সে পেট ভরে খাবে না
দুবেলা দুমুঠো শুরু আর শেষেতে
থাকতে সে চায় যে ফকিরের বেশেতে--
তবু তাকে তির ছুঁড়ে পারলে মারতে
যোগ আর সাজসে?
ধূপ সে তো জ্বলবেই সরল এক রেখাতে।
---------------------------------------
-৭/১১/২৩-অবুঝ মন -