মনের ঐ গহীন কোণে করলে যখন যাতায়াত
একটুখানি শব্দ শুনে দিয়ে দিলে কিস্তিমাত
আহ্বান জানিয়ে যদি হয়ে থাকে ভুল
তবুও যে ঐ শহরে আজো ফোটে ফুল
যতই তুমি নীরবতায় আঁকো নিজের কূল
দেখো চেয়ে ফুটছে কেমন পলাশ রাঙা বসন্ত মুকুল।
নাই বা শোনো ঝড়ের আওয়াজ,চাঁদের আলো মেখো
যে কথাটি হয়েছিলো একটি বার রেখো
আগুন হাওয়া ভাসিয়ে নয়,প্রেমের প্রদীপ জ্বেলে
ভালোবাসায় আর কি চাই?এই কথা যাই বলে।
---------------------------------------------
১৬/৩/২০২১-অবুঝ মন-