জানি না কেমন করে জোছনা কাঙাল ফিরে যেতে চায়?
তীর ছেড়ে বহুদূরে কবরের পাশ ঘেঁষে হেঁটে চলে
কিছু চোখ দেখে ফেলে চিৎকার করে বলে এ কী তুমি অসহায়!


সেই থেকে এ শহর রেখে তাঁর মান ভুলে গেছে গান
তবু দেখি কার্নিশ ঘেঁষা ওম ভরা বাতি উজ্জ্বল!নিয়ন আলোর সুগভীর টান
ফিরে যাব বললে কি--ফিরে যাওয়া এতোটাই সহজ?
না হয় থাকলো বেঁচে ভেজা কিস্তির জ্বর,দূরত্ব একক।
------------------------------------------
২৬/২/২০২২-অবুঝ মন-