বাষ্পাকারে নির্গত লাভা
স্রোত হারিয়ে জীবন পথের বাঁকে
কালের ছোবলে অসময়ে
একে একে যাত্রীরা গেছে চলে।


দিশেহারা নদীর মতো
ফুঁপিয়ে ফুঁপিয়ে ক্লান্ত
অপত্যের সুখের খোঁজে
নিজেকে করেছে নিঃস্ব,সর্বস্বান্ত।


ভুলেছে আপন ঝুরি
চিনতে পারেনি মূলের
বয়সের দাম্ভিকতায় তারা
বিচুটির পাতাকে নিয়েছে তুলে।


প্যাচড়া, ঘায়ে ত্বক ফেটে
যেদিন ঝরবে রক্তের ধারা
সেদিন মূল চলে যাবে ঘুমের দেশে
বুঝবে ঝুরি নিজ রক্তের মায়া।


হয়তো তখন ওপার থেকে
আসবে ভেসে বাতাসের বুকে
কিরে কেমন আছিস?
বেঁচে থাকিস তোরা সুখে।


বিবেক নামক শব্দটি
লুকাবে পর্দার আড়ালে
প্রায়শ্চিত্ত মুখ ফিরিয়ে
যাবে চলে নরকের অন্তরালে।
----------------------------------------