এই যে এতো কাল মৃতবৎ নিষ্ফল
এক ফোঁটা বৃষ্টির দেখা নেই
সেখানেও দূর্বার অবিচল ফাঁদ ছক
চকচক ঘৃণা ভরা হায়নার দুটি চোখ  
এ বেলায় তাঁর কী নেই দোষ?
যতোসব দাবাচাল গল্প বিয়োগের  
যদিও আলপথ এমনটা স্বাভাবিক
আসলেই পথ নেই কামাইয়ের
অভিষ্ট সাধনে প্রায়সই--
বাঁধা এক হাতিয়ার আজকাল আখছার
যাই হোক তাই হোক হোক ছাই
হলেও হতে পারে ঋণশোধ‌
অবাকের কিছু নেই নিখিলেশ
তুমি তো বরাবর ফাঁসলে ।
---------------------------------------
-৭/১২/২৩-অবুঝ মন -