এ কোন মরীচিকার পিছনে ছুটে চলা,
যেখানে কেবলই আছে অবিশ্বাসের বাতাবরণে ভরা!
সম্পর্ক শব্দটিতে ঘুণের বাসা ধরেছে ধরা তলে,
অচিরেই তা হৃদয় মন্দির কে খান খান করে নামাবে ভূতলে।


চলমান জীবনে বিশ্বাস শব্দটা আবর্ত সন্দেহের মায়াজালে,
যা ছিল অতীত জীবনের মূল্যবান সম্পদ এই মানব কুলে।
বর্তমানে মানুষের বিশ্বাস জায়গাটিতে,
পেরেক ঢুকে ক্ষত-বিক্ষত হাতুড়ির আঘাতে।


যার ফলে মানুষের প্রাণ বায়ু অবিরত,
দেহ ছেড়ে পালানোর চেষ্টাতে রত।
আর মানব সমাজ রক্তক্ষরণ এর মধ্য দিয়ে,
ব্যস্ত হয়ে পড়েছে নিজেদেরকে নতুন করে চিনে নিতে।
----------------------