ফিরে চলো জিরো পয়েন্টে
---------------------------------------------
যেখানে স্পষ্ট চন্দ্রালোকিত জ্যোৎস্নার নামে ঢল
সবুজ সাগর পাড়ি দিতে চাওয়া একবুক শীতল ছাওয়া
বন্ধ চোখের নাকের নিচে খাদ্য গহ্বরে ঢুকে পড়ে প্রেমময় মিষ্টি কেকের ঘ্রাণ
নির্ভেজাল বাতাসে ভরা সুষ্পষ্ট মধুচন্দ্রিমার রেশ
সেই তীর্থস্থানে কি খুঁজে পাওয়া যায় হলুদ বসন্তের আংশিক ছাপ?


কে?কী বিষয় রাখবে মনে একান্তই ব্যক্তিগত ব্যাপার
সেখানে পালিয়ে যাওয়া নদী খুবই প্রাসঙ্গিক হলে
আড়চোখে একবার দেখা ছাড়া উপায় কি বলো?
তা সে যতোই বাল্য কালের সুবাসিত গোলাপ হোক না কেন?
ভাষা পথ হারালে আর পুজো নয়,ফিরে চলো জিরো পয়েন্টে।
-----------------------------------------
১৬/৫/২০২২-অবুঝ মন-