কলিং বেলের শব্দ শুনে ভেঙে যায় সুখের ঘুম
হায়না গুলো ঘুরে বেড়ায় রাত যে ছিলো খুব নিঝুম।
বিছানা পরে লাফিয়ে উঠে দিলাম আলো জ্বেলে
জানালা দিয়ে তাকিয়ে দেখি ভেল ভেলে এক কালো ছেলে।
গা ছমছম,মাথাও ঘোরে-দুঃসাহসী আওয়াজ করে,জাগিয়ে ছিলাম পাড়া
হাওয়ার মতো মিলিয়ে গেলো ছিঁচকে চোরের কালো ছোঁড়া।
চারিদিকে হৈ চৈ চৈ,রে রই রই আয়রে সবাই ছুটে
পাশের বাড়ি ভীষন বিপদ বোধহয় এসেছে জুটে
সবাই এলো খালি হাতে নেই যে কিছু সাথে
অনেক দূরে ভীষণ জোরে একটি বোমা ফাটে
বোঝা গেলো ঐ ছোঁড়াটা চর যে ছিলো ডাকাত দলের
পাড়া পড়শী জেগে ওঠায় কাটলো বিপদ বরাৎ জোরে।
-----------------------------------------
২৪/১১/১৯-অবুঝ-মন-