খোল খোল পোল খোল
এ কেমন তির্যক গর্জণ ?
যেতে চায় যাক না যে যেমন।


আসা যাওয়া চলছে চলবে
খেলা হবে খেলা হবে
নেই আর অজানা কারোরই।


কেউ কি নিশ্চিত চিরকাল বাঁধনে?
আজ আছি কাল নেই
পৃথিবী ও বলছে।


সত্যের রঙ নেই
ছোপ ছোপ দাগ নেই
তবু দেখি ভাঙছে ভাঙছে!


এই তো চরাচর বিশ্ব
শাঁসটুকু শুষলেই চলবে?
ছিবড়ার অংশের ভাগিদার-কে-কোথায়?


গোলমাল গোলমাল সবখানে গোলমাল!
তপ্ত ঢাক ঢোল এভাবে কতদিন--?
ফাঁসবে ফাঁসবেই একদিন।


কিভাবে জানবো ভিতরে কী চলছে?
দেখছি দুচোখে দুমদাম ফুটফাট দোদামা ফাটছে!
কেন যে এরকম হচ্ছে?
ছেড়ে দিলে দিতে পারে আলোকের উৎসে
পেলে ও তো পেতে পারে এতে কেউ
মুক্তির সুকোমল স্বর্গ।
--------------------------------------------
৫/৪/২৪-অবুঝ মন -