মুহূর্তের হৈচৈ রৈরৈ দেখে হয়েছিলো মনে
বাঁদিকের কুটির গুলো বুঝি খানিকটা হালকা হবে উষ্ণপ্রস্রবনে
কিন্তু এতোটাই রূপকথার প্লট এটা কে জানে!


ভিড়ে ঠাসাঠাসি উপচানো ঢেউ
তির্যক তির এলোপাতাড়ি দশদিক হতে এলো ধেয়ে!
সাদা জোৎস্নায় কাদা কি থাকে?মুখ বুজে বুক পেতে নিলো সয়ে।


সেই থেকে যমুনার ধারা কোথায় যে পালিয়ে বেড়ালো!
কামার কী হাতুড়ির বাড়ি সজোরে পেটালো?
হয়তো কেয়াপাতাই জানে এ বাঁধনে এডিটের কী আছে প্রয়োজন।
----------------------------------------
-৭/১২/২২-অবুঝ মন -