।।হয়তো।।
-------------------------------------------
হয়তো আবার দেখা হবে জনমানবের ভিড়ে
কথাও হবে শুষ্ক ত্বকের মতো করে বিষণ্ণ গোধূলির বাঁকে
হয়তো আবারো ডাকতে পারে পাশে নির্জলা উপবাসে।
তখন কি পড়বে মনে এ হাতেই রেখে ছিলো হাত উষ্ণ নিঃশ্বাসে?
কিংবা রাঙা কৃষ্ণচূড়ার রঙে ঝলমল সিঁথির সিঁদুর-টুপ টুপ করে ডুব দিতে চাওয়া অলির লেগে ছিলো মুখের দুপাশে?


হয়তো দুচোখের পাতা থমকে যাবে সে ফুলের টানে
তবুও কী বুঝবে এ প্রেম কি ভাবে রয়েছে বেঁচে একই সুঘ্রাণে--এক মনে এক প্রাণে?
হতে পারে এসবের মাঝে ও আঁকা থাকবে ক্লান্তির ছাপ শীতার্ত শহরের
হয়তো বিদায় কালে যতদূর চোখ যায় সব ছবি লেখা হবে চোখের গভীরে।
--------------------------------------------
      -৩/১০/২০২১-অবুঝ মন-