কে না জানে হাঁসেরা আজ কোথায়?
দিকে দিকে গুনমুগ্ধের ভিড়
এতোটাই গুণমানে শ্রেষ্ঠত্বের অধিকারী
সেখানে কোনো কবি বা,
গীতিকারের কথা আর নাই বা তুললাম
এমন কী লিওনার্দো দা ভিঞ্চিও লজ্জায় মাথা নত!
মায়াবিনি হারমানে প্রতিক্ষণে
তাতে সময় না হয় হলো একটু অতিক্রম
চলুক না ভাঙাঢোলের গুপ্ত অভিঘাত
ভানুমতির খেল গো ভানুমতির খেল
জনমানবের ভ্রম বিপ্লব আজ ক্লান্তিতে ঘুমায়!
সেখানে কে নেই?অহরহ রমরমা বিনিময়
কচুরিপানার স্রোতে মেধার বলি
একটু আধটু দুষ্টুমি চোখে কী আর পড়ে!
না হয় বয়সটা একটু তিনকাল পেরিয়ে
ওই তো আবারো মুহুর্মুহু হাততালি
একেবারে টু শব্দটি নেই!হুঁশিয়ার রক্তচক্ষু জাগছে।
--------------------------------------------
১৯/৫/২০২২-অবুঝ মন-