এই যে চারিদিকে এতো কালো ধোঁয়া
রক্ষে কি আছে আর?
কোথায় বিদ্রোহ--কোথায় বা আলো চাওয়া?
স্বার্থমগ্ন এ সমাজ!


ঠিক এমনি এক দিনে এসেছিলেন যিনি
নাম তার নেতাজী
দু চোখ ভরা স্বপ্ন আর তাঁর ক্লান্তিহীন হেঁটে চলায়
আজ ভারত স্বাধীন।


বাকিটুকু কে না জানে?ইতিহাস আজ থাক
ফুলের গন্ধ ভ্রমর বুঝুক বিবেক বিবেচনায়।
-----------------------------------------
২৩/১/২৩-অবুঝ মন-