পলাশ ফুলের ফাগুন হাওয়ায়
বসন্তে বিলাপ যে হতে পারে
সে দিনই বুঝে ছিলাম
যে দিন সুখ তারাটা টুপুস করে
তোমার আঁচল জড়িয়ে নিলো!


তুমিও গড়গড়িয়ে বললে-
মনের খবর বাঁধা আছে
অন্য কোনো হিমেল ঘাটে
নিঃসঙ্গ বুক ফুঁফিয়ে ওঠে
ফেরায় তরী আপন বাটে।


হাজার স্মৃতি উদাস হলো
বাঁধন বীনা ভিমরি খেলো
কলম তবুও সঙ্গ দিলো
ছন্দ সুরে হাত বাড়ালো
যা পাখি উড়তে দিলাম তোকে।
-------------------------------------------
১৫/১০/২০২০-অবুঝ মন-