যদি না চিনতাম জানতাম
তাহলে মেনে নেওয়া সোজা হতো হয়তো
চোরা ঢেউ,ছেঁড়া পাতা দেখেও বলবো কী ভালো লাগছে!
হয় না,হয় না কোন মতে হয় না ধর্মও জানে সব
এলোমেলো হলেও দ্বিধা নেই মানতে ওই ভাঁড়ে কী আছে
দেয় দিক সরিয়ে ঠেলেঠুলে যতদূর সম্ভব
সোজা পথ বুননের ইচ্ছে জুড়ে থাক
ভাবলেই বন্ধু হওয়া যায়--এই রায় কে--কখন দিয়েছে?
দেখবে বাঁকা চোখ কিভাবে থামাতে চাইছে তোমাকে!
এভাবেই রোজ রোজ কষাঘাত--
একদিন সহ্যের সীমানা ভেঙ্গে দিয়ে নিয়ে যায় নির্জন বসতে
যদি না জোরকরে টেনে রাখো অনিকেত।
-------------------------------------------
-৬/৫/২৪-অবুঝ মন-