ধিকধিক ভায়োলিন বেমানান
হয়তো তুমি ঠিক
বুঝি না,বুঝি না আমি কোন কূলে দাঁড়িয়ে?
পারাপার যেটুকু যা -
শুধু ছাই--শুধু  ছাই আর কিছু নাই রে!


যদি ধরে নিই ঢেউ ভাঙে
ওই দেখো--ওই দেখো কেমনে?
সেখানেও মনোবীনা অন্তর আড়ালের!
পথ এত ঠুনকো?
শুধু ছাই--শুধু ছাই আর কিছু নাইরে!
বুঝি না, বুঝি না আমি কোন কূলে দাঁড়িয়ে?


হয়তো তুমি ঠিক
ছাড়ছোড় বেরসিক কাঙালের গন্ধ
টিক টক পিচ্ছিল
হোঁচটের ধুম জ্বর চাইছো
বুঝি না, বুঝি না আমি কোন কুলে দাঁড়িয়ে?


তবু দেখো উৎসুক উন্মুখ চায় যে
নির্ঝর নির্মল শিরশির
এখানেও খসখস তুমি চাও ঝরবে?
যাই হোক তাই হোক
এর চেয়ে ভালো কি একাকী নিষ্ঠুর রাত্রির কান্না?
রৌদ্র ছায়া জল এখনও যে ডাকছে--
------------------------------------------
১১/১২/২৩-অবুঝ মন