যাই কাজ হয়ে থাক
---------------------------
লেলিহান আগুনের উল্লাস---
কতটা ভয়ানক হতে পারে কে জানে?
জেনে রেখো ক্ষণিকের পারফিউম গন্ধটা সব নয়।


যাই কাজ হয়ে থাক
ভরসায় বাঁচবার আশা টুকু নিতে হয়
যেভাবে এ পথের দর্শন মিলে যায় নিকটে
ধর হাত যতদিন নিঃশ্বাস রয়ে যায় শরীরে।


চালাকির ইমারত কতদিন?ভাঙবে,ভাঙবেই সহজে।
---------------------------


এই পথেই জীবন
----------------------
যে পথে একদিন তুমি অনায়াসে বাঁক ঘুরলে
সে পথেই তুমি কত সহজে কাঁটাতার বিছালে!
জানি না কিভাবে তুমি এতো নির্দয় নির্মম হলে?


আমি চাইনি কারো ক্ষতি হোক ঘরের বাঁধনে
আমি ধ্বংসও চাইনি কারো কোনো মনের যতনে
তবু নিজেকে গুছানোর তাগিদে আমাকেই তুমি গুনাগার সাজালে!


যাই হোক তুমি জিতেছো--তুমি জিতেছো!
আমি আজও সেই সংগ্ৰামী অন্ধ ফকির
ধূলো,ঝড় সামলে মাথা উঁচিয়ে বলি
আমি ছিলাম,আমি আছি,আমি থাকবোও লড়াইয়ে-
----------------------------------------
৩/২/২৪-অবুঝ মন-