ঝাড়তে ঝাড়তে যারা কাঙাল ফকির
তারা আবার হয় না কী বুকে বেঁধা তির?
ওই শোনো কপচায় হাওয়া নয় চাই রোদ্দুর!


অথচ  অবিচল--ধানাই পানাই ধরে বেঁধে
কাজ নয় কামাইয়ের ফাঁদ ফাঁদে
জানলো না ওরা আজ কতটা হয়ে গেছে দেউলিয়া স্বভাবের!


আসলেই জানে না---
প্রতিরোধ,ভাঙনের দরজায় কতটা সফল
সুতরাং ছেঁদো যতো মামুলি প্লটের দর দাম কিছু নয় এসবে।


যাইহোক ঝলসানো বাগানের শোক টুকু আঁকড়ে
তবু চাঁদ থাকছে আলোকিত উজ্জ্বল কথাতে।
-------------------------------------------
১১/৩/২৪-অবুঝ মন -