যাক তবু ভাববো
-------------------------
যদি কৌশলে বাজিমাত করবে
তবে বললেই পারতে একবার
তাই বলে সবুজ এক ফুসফুস
ফুটো করে পালানোটা দরকার।


অভাবের এ কী তাড়ণা!
জানি না সতী কারে কয়
এর চেয়ে ঢের ভালো পাষাণের দাম
এভাবে কি সুখি হওয়া যায়?


যাক তবু ভাববো ভালোই হিসাব
ধূপ সে ও জানে কিভাবে হতে হয় ক্ষয়
জেনে রেখো কিন্তু সে---
কোনোকালে ডাস্টবিন নয়।
---------------------------------
কিন্তু জেনে রেখো
--------------------------
এ কোন চোরা গলি পথ নয়
এ হলো মুকুল ভরা সাজানো বাগানের গুনগুন
এ কোন ধান্ধার আন্দাজ নয়
এ হলো জানা অজানার সমারোহ,মহা মিলনের অঙ্গন
এ কোন চোরাচালানের আলপথ নয় যে ভেঙে যাবে এক লহমায় সুগভীর আয়তন
এবার ভাবুন আমরা কতটা খাঁটি আর কতটা পুরোতন?
তুমি যেভাবে খুশি ভাঁড়ার ভরতে পারো ওঠা তোমার উঠোন
কিন্তু জেনে রেখো ওস্তাদের মার মিস হয় না কখনো--
-----------------------------------------
২৬/১১/২৩-অবুঝ মন -