জানি সেই ছোঁয়াচে অচ্ছুৎ দংশন ফিরে পাওয়া অতীতের
এখনও উজ্জ্বল ক্ষুধার্ত স্মৃতিপট প্রাচীন ওই নগরের!
এই যে এতোদিন ছায়া ঋণ স্বপ্ন মগনের সবটাই ক্ষণিকের?
ঝলমলে আলো ঘোর এতোটাই নিমেষের!
দূরে যদি যাবে চলে হাত কেন রাখলে হাতের উপর?


তুমি কি জানতে চোরাবালি চব্ব আবারো --?
অন্তর্বাস ছোঁয়া নগ্ন নিটোল এক প্রহসন মাত্রা ছাড়াবে!
যদি ভাবো বেশ তো জমাট এক পুরোনো তছনছ ধোঁয়া ধোঁয়া গন্ধ
তবু বলি তুমি নও ভোগ্য একটুও মন্দ,হয়তো আজও আমি আছি বেশ অন্ধ।


যাক তবু শাণিত হাত ধোয়া সংকেত দিলে বেশ।
------------------------------------------
-১২/১২/২৩-অবুঝ মন -