একটু নড়ে কথা পেড়ে মিলিয়ে যাওয়া খাগড়াগড়ে
সেই চলাচল মাত্রাপাওয়া আকাশ ছোঁবে আপন রোদে!কেমন করে?
এরপরেও ছিনাল দোলা জুড়বে এসে জাল জুয়ারে!
থাক না যতো ঠাট্টা বহর ঠারে ঠুরের গুলমহরের
বলতে পারো তাপ্পি দেওয়া জোড়া কাঁচের কদর কত ঘায়েল বাটে?


ছেড়ে যাওয়া পাখির কূজন ভুলতে পারা পথিক জানে
পাঁকের বহর ঠিক কতদূর পৌঁছে গেছে
পাথর চোখের দৃষ্টি দিয়ে বিচার করে জেনে নিও-
চমক ঠোঁটের ক্যারিকুলাম একটিভিটির নজরানা আর কী আছে?


দেখতে পাবে,পাবেই পাবে--
রঙ মশালা তাপের বহর লেটার (মাক্স) ছুঁতে কত বাকি
যাক থেমে আনারকলি নকুল দানার ভিজতে চাওয়া,ধড়ফড়ানি চাঁদের বুকে।
--------------------------------------------
-৪/৯/২৩-অবুঝ মন-