একটু জল মাপামাপি করে ভাবলুম টান নয় মসৃণ!
অভাবের ভারটাও মনে হলো এতো ক্ষীণ!
রাত্রির কান্না না দেখেই--হাত ধোয়া সারলুম!
যাকগে বুঝলুম সোহাগের হেঁসেলে সাদা কোন রঙ নয়।


শান্তির পায়রা উড়তে দেখলুম যে পথে --


যোগাযোগ শেষ নেই বলে কী এ মিছিল উজ্জ্বল?
কথারাও বেঁচে থাকে পাপড়ির মহিমায় হে নূতন
ঝড় জল রোদ্দুর সবকিছু নিয়ে তো এ জীবন
দেখি কোন কাল রোগ ছুঁয়ে যায়?
----------------------------------------
৩০/১/২৪-অবুজ মন-