--------------------------------------------
চাঁদের আলোয় যায় কি মুছে জোনাক পোকার বাতি?
ভেসে ওঠা বর্ণমালা মুছে গেলেও,হাজার প্রশ্ন জাগায় রাতি।
নীরব রূপে উছল মায়ায় বাড়িয়ে দেওয়া স্মৃতির তীরে
উঠলো জেগে আলোক ধারায় মন কাননে খুশির হীরে।
ঘুম ভাঙানো কথার ভেলা হঠাৎ করে হারিয়ে গেল!
জীবন নদে আছে বেঁচে, বন্ধুত্বের শুভ্র আলো
ভয় নেই,আর যে কোথাও নেই কোনো ময়লা কালো
জ্বালো প্রদীপ জ্বালো,জ্বালো মায়ার প্রদীপ জ্বালো।
-----------------------------------------
১৮/১/২০২০-অবুঝ মন-