লুকোনোর অনেক পুরনো চেনা পথে পচা গলা দেহ
ভেবে ছিলাম চুপি চুপি হাপিস হয়ে যাবে
ঠাহর করতে হিসাবের ভুল চুক হয়েছে কি
এতো ঘেউ ঘেউ একসাথে ভিড় জমাবে!


এখন তোরা তোল তো তাড়াতাড়ি টেনে টেনে
দ্রুত মুখ লুকিয়ে পালিয়ে যা জনশূন্য স্থানে
ভয় নেই,দু একটি দিন সাসপেন্ড করে রাখবো
তার পর যে কে সেই,কে আর রাখবে এ সব মনে?


যাক না খসে কয়েক টি টুকরো মাংসের দোলা তাতে কী
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বলে ঠিক দেবো চালিয়ে
মানুষের পরিসেবায় আমরা সবসময় রয়েছি পাশে
এটা কি বলার অপেক্ষা রাখে,চতুর্থ স্তম্ভে জেনে নিও মচমচিয়ে।


তাছাড়া ওরা যে সব বেওয়ারিশ,কত দিন রাখবো যত্ন করে?
এটাই সৌভাগ্য ওদের লোহার ফাঁস ছুঁয়েছে শরীর দড়ির বদলে
যাক এই সব আজেবাজে খবর কারা করে খোঁজ নিতে হবে
এদের ধরে ধরে হাজতে পুরে বোঝাতে চাই জনসেবা সেবা কাকে বলে।
---------------------------------------------
১৪/৬/২০২০-অবুঝ মন-