মনটা কী আর পড়তে পারে
বোকা অবুঝ মন?
ফেলে আসা পথের বাঁকের
পেলো নিমন্ত্রন।


ঝিলিক রোদের মুচকি হাঁসি
উঠলো ফুটে ঠোঁটে
চোখের আলোয় হিসাব কষে
নিলো বাঁধন লুটে।


গড় গড়িয়ে চললো যখন
হারিয়ে যাওয়া ভেলা
হঠাৎ দেখি হাজির হলো
ছদ্মবেশের মেলা!


আনলো ডেকে বলিরেখা
পাহাড় সমান খাদ
বুঝলো এবার ডুবো জাহাজ
এ নয় নকল ফাঁদ।


ঘনিয়ে এলো চাঁদের দেশে
রাত্রি ঘন কালো
তবু দেখি বলছে ফকির
কোকিল থাকুক ভালো!


জানবে কবে প্রয়োজন টাই
সত্যি বর্তমান?
বাদ বাকিটা ফন্দিফিকির
শুধুই অসম্মান।
--------------------------------------------
২৭/১২/২৩-অবুঝ মন -