দেখা হলো সেই আলোকের চলাচলে
কথাও হলো কচিপাতা ছুঁয়ে অবুঝের পরিমলে
মেলামেশা ঘিরে সে কী ঢেউ দোলা দিয়ে উঠিলো দুলে!


কিন্তু না জানি কোথায় গিঁট বাঁধা আছে জেনে
পথটি আবার পিছোল পুরনো গতে!
অথচ সব বাধা পার হওয়া যেত কত সহজে-- অনায়াসে।


বিদগ্ধ পথের যাত্রি জেনেও---জানি না আজও-কেন তুমি ছলনার মায়াজালে
জল রং কিছু গুলে আমায় ভুলিয়ে ছিলে---?
--------------------------------------------
২৬/৫/২৩-অবুঝ মন -