এক জীবনে জানি না কি লাভ--
দীর্ঘ অংক করে?
মোছা কি এতোই সোজা--
যে দাগ জুড়ছে পাঁজরে পাঁজরে?
মুখোশটা আজ সুখের জরিপ
অভিনয় হাতিয়ার!
সাগর আর নদী ভরে মোহনা
বিবেকের ছারখার!
কত উৎসব বৃষ্টি মুখর
বিষের বাঁশরী শুনে!
নীরব পাথর গুমরে কাঁদে
একাকী নির্জনে।
------------------------------------------ -৫/৬/২০২২-অবুঝ মন -