জানি না কালের নিয়ম কী না


এবার আর আত্মকেন্দ্রিক হতে একটুও আপত্তি নেই
কেন যে এ পথেই আসে নেমে বাঁধ ভাঙা ঢল?
যাকগে বেঁচে তো গেল চোরেদের দল!


সামান্য কানাকড়ি মিলবে কী খাটের তলায়-কিংবা জানা অজানায়?
জাতে উঠে গেলে বুঝি এমনটা হয়?


তবু বলে রাখি এ কোন ডাকাত নয়,এ কোন সারমেয় নয়,নন্দলাল তো নয়ই--

উজ্জ্বল জ্যোতিপ্রভা গুরুকূল
না,কোন পয়সায় কেনা নয়
একেবারে রোদ জল মেখে উঠে আসা খাঁটি শক্ত চোয়াল

তবু কেন জানি না দিন আসে দিন যায়--
মানুষও,রঙ বদলায় যা গিরগিটির একান্ত স্বভাব সুলভ।
-------------------------------------------
৩১/৩/২৩-অবুঝ মন-