জানো কী
-------------------------
দু হাতের তালি নিয়ে যে পথ এগিয়ে যায়
সেই স্রোতে বোকা একা দাঁড়িয়ে মার খায়!
এ কেমন অভিলাষা এলো চলে দুনিয়ায়?


পথ আজ পথ নয় কাঁটা লতা ঝোপঝাড়
ঘুসখোর বাটপার প্রেম প্রীতি মায়াডোর
অথচ চাঁদ আজওও-সেই কত ভাস্বর!


ওই দেখো ফুটপাতে--ওরা কারা দাঁড়িয়ে?
জেনে নিয়ো ওদেরও সম্ভ্রম উজ্জ্বল কম নয়
জানো কী তবু কেন পাঁক  আজ তাকিয়ে হাসছে?
--------------------------------------


তুমি
------------------------
তুমি মানে অসীম আকাশ
সাত সমুদ্র ঢেউ
তুমি মানে সুগন্ধি বাতাস
বুঝবে কী আর কেউ?


তুমি মানে শীতল ছায়া
পুলকিত জোৎস্না জোয়ার
তুমি মানে অজস্র কল্পনা
সোহাগ আদর বৃষ্টি মুখর।


তুমি মানে চিরচেনা--
থরথর নিয়ম ভাঙা উৎসব
তুমি মানে নিরবধি আগলে রাখা
অজস্র বিনিদ্র অনুভব।
-------------------------------------
-২৮/১০/২৩-অবুঝ মন -