আনুমানিক সময় কাল প্রায় অর্ধযুগের সমান-
বীজ ধান বপনের যত রকমের প্রয়াসের
খামতি ছিলো না বরং তা ছিলো আসমান
তবু কিছুতেই ভ্রুন গঠন আর হয় না
ছোটাছুটি হুটোপুটি কত কিছু করে ময়না
পাত্রের আধার খুঁজে কত খোঁড়া খুঁড়ি
গ্যালন গ্যালন ঔষধির নানান জারিজুরি
ঠোকাঠুকি লেগে ছিলো নিয়মের অঙ্গুলি হেলনে
কালো মেঘ ভেসে চলে সম্পর্কের আলগোছে বাঁধনে।


এরই মাঝে একে একে ডাক পাড়ে মৌমাছি দল
কখনো সখনো তারা লুকিয়ে ক্ষেতের পরে করে কোলাহল ‌
বৃথা সব গুঞ্জন সুনামি আলিঙ্গন
পাশা খেলা শকুনের মত,মন যেথা নিমতা ভীষণ তিতো
মাছরাঙা ঝোপ বুঝে নিয়ে গেছে টুপ করে সোনালী ফসল
রেখে গেছে কোপ মেরে রক্ত আঁচল
বিষাদের ছায়া ভরা মনোলোভার সে কি অবাক নাচন!
এলো একদিন,ভাঙা সুরে কথা পাড়ে মনের মতন।


দিলো পাড়ি গ্ৰাম ছাড়ি কোলাহল স্রোতে
বন্ধকী প্রেম ঢেঁকুর তোলে সোহাগের সুরে ভেসে
পুরোনো ঠিকানা পেয়ে জ্বলজ্বলে আলেয়া হলো মুখোমুখি
কথা আর কাজে ছিলো আসমান জমিন ফাঁকি
যেমন টি হয় আর কি,দুধে আর জলে
পাঁকাল মাছের সে কি অবিরাম খেলা চলে ‌!
যোগ বিয়োগের কাটাকাটি ভিড়ে বিয়োগের জয়লাভ
ময়দান ফাঁকা দহনের ঘনঘটা শেষ প্রেমালাপ।


আজ সেথা আলো করে ফুটেছে গোলাপ চন্দন
উপলব্ধির রামধনু রঙের বাহারি ছটায় দেওয়াল জুড়ে উজ্বল কাঁকন
বুঝলেন না তো,বাগিচায় মিলেছে তুলসী বৃন্দাবন
বিধাতার দানে হয়েছে অঙ্কুরোদগম,নেই দেরি নেই আর আসছে অরুপ রতন
লালে লাল হয়ে বিরাজমান বসন্তের সরগম
পাষাণের উৎপাত জুড়েছে নতুন খাম,প্রেম সেথা মরীচিকা বাজছে দামাম দাম!
---------------------------------------------
১৪/৫/২০২০-অবুঝ মন-