যে ঢেউ অনন্ত সেখানে এমন টাই হয়,অস্বাভাবিক কিছু নয়
কিন্তু জীর্ণ শীর্ণ কিছু মুহূর্ত হতে পারে চঞ্চল!
জানি না কেমনে তোমার সীমানা তুমি গেলে ভুলে এক লহমায়?
এই তো বেশ উড়ছো হাওয়ায় আগলে রাখা পলে
তবু না বলা অণুকথার ভিড় ঠেলে চলে এলে--গেথে গেলে সংজ্ঞাহীন মেঘের বসত!
এ কারণেই আজও মুমূর্ষ ভাটির টান বুক পেতে নেয় অবসন্ন চাঁদ।
------------------------------------------- -২৩/৭/২৩-অবুঝ মন -