অনেক দিন আগে থেকে জানি
কত কথা হয়ে গেছে বাসি
শূন্য বসাতে বসাতে নিজেও কী কম উদাসীন!


তাই না দেখলেই নয়
যত দূরই যাক,হালফিলে প্রবাহের গতিবিধি দেখি
মনে কী আর থাকে কোনটা আসল।


ইদানিং প্রায়ই এমন হয়
অথচ প্রহর গোনা তারাদের ভিড়,নিশীথ রাতের জমাট বাতাস
এ প্রশ্নের উত্তর দিতে পারিনি আজও--!


তবু ফুলদানিতে শুকিয়ে যাওয়া গোলাপ,পাতা ঝরা অরণ্য,পালিয়ে যাওয়া নদী,
খাঁচা ভাঙ্গা ডানা মেলা পাখি দেখে স্থবির হয়ে দাঁড়িয়ে পড়ি
হয়তো আরও কিছু ঊষর মরু,কীর্তিনাশা ভাঙনের বুক ছোঁয়া আছে বাকি।
---------------------------------------
১০/৮/২৩-অবুঝ মন -