কতটা স্থিতিশীল হলে
ঝেড়ে ফেলা যায় বারুদের সন্তাপ?
সত্যি কি বুঝা যায় ছায়া ধরে না চলাই ঠিক?
কিন্তু ওই যে একটি দিনের রিমান্ডে
যেচে এসে কাঙ্খিত স্বপ্নের ঘর এঁকে
মলমটা বেচে গেল তার কী নেই কোনো দাম!
যাগকে সুদীর্ঘ ছায়াছবি বুঝে ছিলো নাচানাচি একদমই না।


সুতরাং অবাক হওয়ার কিছু নেই
পাতা হলুদ হলে ঝর ঝরে বায়ুতেও শোনা যায় টুপ টুপ স্বর
ফলে যাক খসে,খসে যাক এক একটি দিন
মেয়াদ উত্তীর্ণ হতে যেটুকু যা আছে বাকি।
--------------------------------------
১১/৫/২৩-অবুঝ মন -