এই যে এতো গুনের বহর--ছড়ায় দিকে
জানিস কি কেউ-- কেমন করে?
তবু দেখো বলছে হেঁকে--আগ বাড়িয়ে তুলসী পাতা!


এখনও--কি জানতে বাকি-কোনটা ঢাকি?
এই যে এতো ছড়ায় দিকে ব্যাঙের ছাতা
বলতে পারো--কে যে তার আসল মাথা?


হাঁটি হাঁটি পা পা করে গিলছো গেলো যতোই চটি
দেবে না কি একটু কাটি?বুঝতে হবে কোনটা খাঁটি,আসল মাটি।


কয়লা ধুয়ে ময়লা তুলে-ডুব দাও যতো গঙ্গাজলে
জেনে রেখো তুলসী পাতা হয়ে ওঠা অতোই সোজা--?
-------------------------------------------
২০/২/২৩-অবুঝ মন-