এতোই যদি সাধ জাগে মনে
ঘোড়াটাকে মাঝখানে রাখার কী আছে মানে?
খা না বাবা ইচ্ছে খুশি লম্বা লম্বা ঘাস টেনে।


সব যদি হয়ে যায় ম্যানেজ
শুধু বিবেক বিসর্জনের সামান্য কীর্তি টুকু ছোঁয়া বাকি কেন বা থাকে?
ওই দেখো প্রকট আঁধারে ভক্তরা কেমন লুটায় চরণে!


এ কোন অন্ধ গলির চোরা স্রোতে মানুষ আজ এতো উন্মাদ--
কখনও কী একটুও লাগবে না তিক্ত বিষাদ অন্তরাত্মা জুড়ে?
জেনে রেখো রঙের বদল ক্ষণস্থায়ী--দায়িত্ব,কর্তব্য,বিশ্বাস ইমারত গড়ে।
------------------------------------------- -১৭/১/২৩-অবুঝ মন-