খেতের উপর দাঁড়িয়ে এখনো উর্বর মাটির অপেক্ষায়!
অনেকটাই বয়ে গেছে বেলা
জানি না কতটা এগোনো হলো?


তাহলে কী ভাবছেন এতোদিন শুধু ছাইপাশ ঘেঁটে--
যেটুকু ফসল নেচে নেচে যায় একটুও দাম নেই তার?
ওই শোনো যা কিছু অতীত বাতাসের স্রোতে কেমনে জড়ায়ে রয়েছে ভার!


তবুও বলবো বটবৃক্ষের ন্যায় ঝুরিমূল বিছাতে ভুলে যেও না যেন
তবেই তুল্যমূল্যের মাপকাঠি একদিন না একদিন নজরানা ঠিক পাবেই পাবে
এর পরেও দূর্বেধ্য মনে হলে জেনে রেখো ভাবের ভাঁড়ার এখনো ভয়ানক দূর্ভিক্ষের কবলে।
----------------------------------------
শুভ সকাল -২৮/৪/২৩-অবুঝ মন -