ওই যে নরম ঘাসের কচি মাথা দুলছে হাওয়ায়
তুমি ওখানে সস্নেহে ঘুমিয়ে পড়
তোমাকে আগুন হতে দেবে না কখনো।


ওই দেখো লক্ষ্মীস্বরূপা খুকুমণি পিঠে বোঝা বয়
ওকে কিছু দাও,একটুও বৃথা যাবে না
এভাবেই সব দায় ঝেড়ে ফেল,এটাই শ্রেয়।


আর কিছু যদি চাও-- পূজ ঘনশ্যাম
যে তোমায় এতকিছু দিলো উপহার
মায়া ছায়া,ছায়া নীড় হৃদয় বসত।


জেনে রেখো ঐ চাঁদ জোছনাকে আগলাতে জানে।
----------------------------------------
-১৩/৩/২৩-অবুঝ মন-