আসবে বাধা জেনেও যখন ডুব দিয়েছি গঙ্গা জলে
দেখুক তারা দেখবে কত মসির মাখন কেমনে জ্বলে?
থামবে না আর এ পথ চলা রক্ত চক্ষু দেখাক যত
মেঘের চাঙর সরিয়ে ফেলার এই তো সময়,পরমব্রত
না হয় হলাম কুহুক রোগের সবচেয়ে খেঁচা হিঁচকি ঢেউ
নন্দলালও ফেলনা নয় এইটুকুতো বুঝুক কেউ।
---------------------------------------- -৯/৩/২৩-অবুঝ মন-