খানিকটা অজ্ঞাত বসবাসে কী---
দীর্ঘকালের নিবিড়তা হয়ে যায় শেষ?
সেইতো শেষ বিচারে--
হাটের মাঝে যত লেটা হয়ে থাকে পেশ
এই দুনিয়ায় ব্যস্ত সময় হরেক রকম সাজে
এরপরেও পাহাড় প্রমান গাজন গান বাজে!
ইছামতি নদী যখন স্রোতের কথা বলে
বিনুনি কাটার চিরুনি কি ঢিলে তালে চলে?
জেনে রেখো ত্যাজ্যপুত্রের সচিত্র পরিচয়
আর পাঁচটারই মতো,আলাদা কিছু নয়।
------------------------------------------- -২৫/১১/২২-অবুঝ মন -