ক্রমশঃ সজীব নীরবতার চিহ্ণ উঠছে ভেসে
তীব্র থেকে তীব্রতর হচ্ছে নিভৃত নির্জন
মিলেমিশে এক হতে চাওয়া আধভেজা দুটি মন--
জীবনের কতটুকু প্রাপ্তি বহর সত্যি কি জানে?
শেষে কী না আপেক্ষিক তত্ত্বের জোয়ার আনলো টেনে!
জানি না কি করে সইছে এতোটা ঠুনকো নকল বিলাস যাপন?
জেনে রেখো এই স্থবির শব্দহীন তরঙ্গ মোটেই ভঙ্গুর না
হয়তো লড়াইটা থামবার নয় চালিয়ে যেতে হবে আরো,আরো কিছুক্ষণ।
--------------------------------------------
-৬/৬/২০২২-অবুঝ মন-