দেখো চাঁদু আদা বিক্রি করে বেশ তো ভালোই ছিলে
কেনো বা দেখাতে গেলে সাদা পাতা ঝলমলে?
সানাইয়ের সুরে যখন বিঁধলো গলায় কাঁটা
রগরগে সুর কি মারেনি আধোয়া ঝাঁটা?
সপাটে খেলেন চড় চাঁদের হাটে বসে!
দেখোনি কি সেথা আজো ঝকঝকে জল আসে?
হিসাবের পাতা গুলো রেখেছো কি সব মুড়ে?
সময় সুযোগ হলে দেখো তো নেড়েচেড়ে
যে হিসাবে আসামি সাজানো বেঁধে কষে
সেখানেই মখমল উপহার একই দোষে!
বলার আর কি থাকতে পারে বাসনার সুঘ্রানে?
হিসাবের সব শেষ চিতাতেই--শ্মশানে।
-------------------------------------------
২৪/৪/২০২১-অবুঝ মন